তিন কারণে অস্থির পেঁয়াজ রসুনের বাজার

|

তিন কারণে আরও অস্থির পেঁয়াজ রসুনের বাজার। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। পেঁয়াজ রফতানিতে ভারত শুল্ক আরোপ করার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ ভোক্তাদের।

ভারতে বিভিন্ন রাজ্যে বন্যার কারণে সরবরাহ স্বল্পতা, এলসি জটিলতাসহ নানা অজুহাতে সপ্তাহ খানেক ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছিলো চড়া দামে।

এরই মধ্যে পেঁয়াজ রফতানির ওপর ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পর বাজার আরও অস্থির। পাইকারি বাজার খাতুনগঞ্জে এক লাফে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এগুলো আগের আমদানি করা, বর্ধিত শুল্কহারের পেঁয়াজ খাতুনগঞ্জে এসে পৌঁছলে দাম আরও বাড়বে বলছেন আড়তদাররা।

পাইকারিতে দামবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ক্রয়মুল্যের সাথে বিভিন্ন খরচ যুক্ত করে মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

আমদানি নির্ভর আরেক পণ্য রসুনের দামও হঠাৎ চড়া। ২০/৩০ টাকা বেড়ে কেজি ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এলসি জটিলতায় সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা।

পর্যাপ্ত মজুদের পরও কয়েকদিন পরপর মূল্যবৃদ্ধির জন্য পাইকারি ও খুচরা বাজারে নজরদারির অভাবকে দুষছেন ভোক্তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply