১০ বিলিয়ন ডলারে নামলে উদ্বেগের কারণ হবে রিজার্ভ: রেহমান সোবহান

|

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কখনো শ্রীলংকার মতো হবে না। তবে, বর্তমান বাস্তবতায় রিজার্ভ যদি ১০ বিলিয়ন ডলারে চলে আসে সেটা উদ্বেগের কারণ হবে। তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সাহায্য করতে পারবে না— এ কথা বলেছেন অধ্যাপক রেহমান সোবহান।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এই অর্থনীতিবিদ বলেন, কাঁচামাল আমদানির এলসি করতে গেলে ব্যাংক বলছে তাদের কাছে যথেষ্ট ডলার নেই। শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু বিএমডব্লিউ গাড়ি আমদানির ক্ষেত্রে ব্যাংকের একই ধরনের মানসিকতা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, বিকল্প উপায়ে হলেও রেমিট্যান্স বাংলাদেশে আসছে। যাদের অর্থ পাবার কথা তারা পাচ্ছে। যে কারণে সামষ্টিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়ছে না। তবে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি এখন হুন্ডিতেও ডলারের একটি বড় রিজার্ভ তৈরি হয়েছে। এর ফলে অর্থ পাচারের সুযোগ বাড়বে।

রেহমান সোবহান বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও বিতরণের সক্ষমতায় বড় ফারাক আছে। এটা কমানো দরকার। শুরুতে বিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি বিনিয়োগ সম্ভাবনা দেখালেও সামনে এ অবস্থা না-ও থাকতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply