চীনে দেখা দিয়েছে ফুসফুসের রহস্যজনক সংক্রমণ

|

চীনে বেড়েই চলেছে শিশুদের শ্বাসতন্ত্রের ব্যাধি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কর্তৃপক্ষকে ক্লিনিকের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ ঠেকাতে স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে মানুষের ভিড় নিয়ন্ত্রণ রাখতেও বলা হয়েছে। এদিকে, বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়ে বেইজিং জানিয়েছে, এই রোগের বিস্তারে নতুন কোনো ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নতুন এই রোগ দেশটির অনেক এলাকায় ছড়িয়ে পড়লেও প্রকোপ সবচেয়ে বেশি রাজধানী বেইজিং ও লিয়াওনিং প্রদেশে।

ফুসফুসের রহস্যজনক সংক্রমণ মহামারিতে রূপ নেয়ার আগেই, পরিস্থিতি মোকাবেলায় নেয়া হয়েছে নানা পদক্ষেপ। উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে চিকিৎসকের সংখ্যা। এমনকি অতিরিক্তি রোগীর চাপ সামলাতে, দেশের বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসনকে ক্লিনিক স্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন। শিশুদের উপস্থিতি বেশি এমন প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, দেশে সম্প্রতি শ্বাসতন্ত্রের সংক্রামক রোগ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ক্লিনিক এবং চিকিৎসা কেন্দ্র বাড়াতে হবে। এছাড়া পর্যাপ্ত ওষুধ সরবারহ, দ্রুত রোগ নির্ণয়েও পদক্ষেপ নেয়া দরকার। স্কুল, চাইল্ড কেয়ার হোম এবং নার্সিং হোমের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই রোগের ছড়িয়ে পড়া বন্ধে মানুষের যাতায়াত সীমিত করতে হবে।

বিশ্বকে অবশ্য আতঙ্কিত না হওয়ার বার্তাই দিয়েছে বেইজিং। ডব্লিওএইচওকে দেয়া প্রতিবেদনে তাদের দাবি, শ্বাসতন্ত্রের এই ব্যাধিতে অচেনা কোনো ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং রাইনোভাইরাস, মাইকোপ্লাজমা নিউমোনিয়ার মতো পরিচিত ভাইরাসের কারণেই সংক্রমিত হচ্ছে শিশুদের ফুসফুস।

ডব্লিওএইচওর মুখমাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ের বলেন, চীনে শ্বাসতন্ত্রের ব্যাধিতে যে লক্ষ্মণগুলো দেখা গেছে সেগুলো শ্বাসতন্ত্রের বেশ কয়েকটি রোগের জন্য সাধারণ। আমাদের কাছে পাঠানো দেশটির পর্যবেক্ষণ বলছে, পরিচিত জীবাণুর কারণেই রোগটি ছড়াচ্ছে।। সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা সম্ভব।

শীতের আগে চীনে শ্বাসতন্ত্রে সংক্রমণ, ইনফ্লুয়েঞ্জা বা সর্দিজ্বরের মতো রোগগুলোর বিস্তার অস্বাভাবিক নয়। দেশটির চিকিৎসকদের দাবি, করোনা ভাইরাসের বিধিনিষেধ তুলে নেয়ার পর প্রথম শীত হওয়ায় এবার বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব আগের চেয়ে কয়েকগুন বেড়েছে। যার কারণে ছড়াচ্ছে এই রোগ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply