তুরস্ককে ভোটে হারিয়েই ইউরো ২০২৪ এর আয়োজক হয়েছে জার্মানি। ২০০৬ বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক আসর আয়োজনের সুযোগ পেয়ে দারুণ উচ্ছস্বিত জার্মানরা। ৬ বছর পরের এই আসরেও মুন্সিয়ানা দেখাতে চায় আয়োজকরা। ১০টি স্টেডিয়ামে পুরো আসর আয়োজনের পরিকল্পনা জার্মানির।
২০০৮, ১২ আর ১৬ একীভূত হওয়ার পর ইউরো আয়োজক হওয়ার চেষ্টা করলেও এই ৩ বারই ব্যর্থ হতে হয়েছিলো জার্মানিকে। তবে, তুরস্ককে হারিয়ে ২০২৪ এ প্রথমবারের মতো জার্মানিতে বসতে যাচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর ইউরো। ভোটাভুটিতে তুরস্ককে ১২-৪ ভোটে হারিয়েই কপাল খুলেছে জার্মানির। আর ৪র্থ বারের চেষ্টাতেও ব্যর্থ হলো তুরস্ক।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ২০০৬ বিশ্বকাপে আমরা প্রমাণ করেছিলাম আয়োজক হিসেবে জার্মানি কতটা সফল। এবার আমরা সেই ধারা ধরে রেখেই ভালো একটি আসর উপহার দেব সবাইকে।
২০০৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্লিনেই হবে ২০২৪ এর ফাইনালও। এছাড়াও পরিকল্পনা রয়েছে আরও ৯টি স্টেডিয়াম নিয়ে। ২৪ দেশের অংশগ্রহণে মোট ৫১টি ম্যাচ হবে এই স্টেডিয়ামগুলোতে। আয়ের দিক থেকেও আগের সব ইউরোকে ছাড়িয়ে যেতে পারে জার্মানি; এমন ধারণা উয়েফা কর্তাদের।
জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, আয়োজক হতে সম্ভাব্য সব কিছুই আমরা করেছি। তাইতো দারুণ খুশী সবাই। ২০০৬ সালে যেমন ঘরের মাঠে বিশ্ব সেরা হয়েছিলাম আমরা। ঠিক তেমনি ৬ বছর পরের সেই আসরেও দেশবাসীকে আবারও এমন উপলক্ষ্য এনে দিতে চায় জার্মান ফুটবল। ২০২০ ইউরোর খেলা হবে পুরো ইউরোপ জুড়ে। ১২ দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে পরের এই আসর।
Leave a reply