অজুহাত দিয়ে দায় এড়াচ্ছে নির্বাচন কমিশন: আইন ও সালিশ কেন্দ্র

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর হলফনামায় উল্লিখিত সম্পদের পরিমাণ গত পাঁচ বছরে কয়েকশো গুণ পর্যন্ত বেড়েছে। এতে অনেকের সম্পদ বৃদ্ধির পরিমাণ অস্বাভাবিক। এমন অভিযোগ করেছে আইন ও সালিশ কেন্দ্র।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ২০২৩ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।

অভিযোগ, হলফনামায় উল্লেখিত সম্পদের বিবরণী বিষয়ে তদন্ত বা ব্যবস্থা গ্রহণের এখতিয়ার নেই, এমন অজুহাত দিয়ে দায় এড়াচ্ছে নির্বাচন কমিশন। এ সময় বক্তারা বলেন, বেশ কিছু দল নির্বাচন বর্জন করায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন আন্দোলনেও চলছে দমনপীড়ন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো ক্রমাগত প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় ড. মঈন খানের সমঝোতা প্রস্তাব সরকার বিবেচনা করে দেখতে পারে। কেননা ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ ও বিরোধী দলের অবরোধ সহিংসতা আরও বাড়িয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply