পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

|

সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে ঢাকা বিভাগে চলছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। ধর্মঘটের দ্বিতীয় দিনে সংখ্যায় কম হলেও মধ্যরাতের পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে ঢুকেছে পণ্যবাহী ট্রাক ও পিকআপ।

তবে পথে ট্রাক আটকে থাকার খবরে অনেক জেলা থেকে পণ্যবাহী গাড়িও ছেড়ে আসেনি। কারওয়ান বাজারে সবজি নিয়ে আসা ট্রাক চালক ও ব্যবসায়ীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সড়ক পরিবহন আইন- সংশোধন, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা, ৫ লাখ টাকা জরিমানার বিধান বাতিলসহ সাত দফা দাবিতে রোববার থেকে ধর্মঘট পালন করছে পণ্য পরিবহন শ্রমিক-মালিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply