সিরিয়ায় গেলো চারবছরে ১০৬টি রাসায়নিক হামলা হয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সালের তথ্য বিশ্লেষণ করে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, ২০১৩ সালে দামেস্কে ভয়াবহ সারিন গ্যাস হামলার পরই সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র নীতিমালা- CWC’তে স্বাক্ষর করেন।
কিন্তু, এরপরও ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে উঠেছে ১৬৪ বার রাসায়নিক হামলার অভিযোগ। এরমাঝে ১০৬টির তথ্য-প্রমাণ দিতে পেরেছে, বিবিসি।
অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্রোহীদের কাছ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধারের সময় এ কৌশল প্রয়োগ করেছে আসাদ প্রশাসন। তাতে, প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ।
অবশ্য, সিরিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। একইসাথে, দেশটির দাবি- জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা-OPCW’র সহায়তায় ধ্বংস করা হয়েছে ১৩শ’ টনের বেশি ক্ষতিকর রাসায়নিক।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply