শতবছরের অপেক্ষা: ছবিতে লেভারকুসেনের ঐতিহাসিক এই দিন

|

একটি ট্রফি। হ্যা, একটি চ্যাম্পিয়ন তকমার জন্য ১২০ বছরের অপেক্ষার অবসান। রাইন নদীর তীরে ছোট্ট একটা শহর লেভারকুসেন। জার্মানির অন্য শহরগুলোর মতো শিল্প, বাণিজ্যে, পর্যটনে খুব একটা আহামরি আলোচনার মতো বড় শহর না। এটাকে সিটির চেয়ে টাউন বলা শ্রেয়। ২০০২ সালে একটুর জন্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা হাতছাড়া হয়েছিলো তাদের। ফাইনালে হারতে হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

গল্পটা ২২ বছর আগে গ্লাসগোর কোনো এক পড়ন্ত বিকেলে লিখতে গিয়েও হয়নি। একেবারে না হবার চেয়ে একটু দেরিতে না হয় হলো। তাই ‘নেভারকুসেন’ তকমা ছেড়ে লেভারকুসেন আজ জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব। প্রথম বুন্দেসলিগা শিরোপা এলো তাদের ঘরে।

জাবি আলোনসো, ট্রফি জয়ের পর খেলোয়াড়দের আনন্দের কেন্দ্রে এই মাস্টারমাইন্ড কোচ।
ওরা আসছে………
ভক্ত, খেলোয়াড় ও মাঠের কর্মীরা মিশে একাকার।
রক্তাক্ত আভাময় গ্যালারি, জয়ের উল্লাস সবেমাত্র শুরু।
শুধুমাত্র ডর্টমুন্ড ফ্যানরা না, লেভারকুসেনের ফ্যানরাও পারে সেলেব্রেশনের মাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে।
লুকাস হারাডেকির সেভ।
আনন্দ মিলে মিশে একাকার।
শতবছরের অপেক্ষার এই আলিঙ্গল আলাদা।
ওরা প্রস্তুত। সামনে ডিএফবি পোকাল ফাইনাল ও ইউরোপা লিগের জন্য। আরও কিছু অপেক্ষা করছে হয়তো ওদের জন্য।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply