কলেরার সাথে লড়ছে আফ্রিকার দেশ সুদান

|

কলেরার সাথে লড়ছে আফ্রিকার দেশ সুদান। পানিবাহিত রোগটি রীতিমতো মহামারির আকার ধারণ করেছে। গেলো চার মাসেই প্রাণ হারিয়েছে ১২শ’ মানুষ। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সুদানের হাসপাতালে লম্বা সিরিয়াল কলেরা আক্রান্ত রোগীদের। যন্ত্রণায় কাতরাচ্ছেন ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই। টানা সংঘাতে বিধ্বস্ত সুদানের নতুন লড়াই এখন কলেরা মহামারীর সাথে।

সুদানের ১৮ রাজ্যের ১১টিতেই ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছে কলেরা। দেশটিতে গেলো ৪ মাসে ১২শ’ প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারি। গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে দেশটির ৩০ শতাংশ নাগরিক। ঠাই নিয়েছেন বিভিন্ন আশ্রয় শিবিরে। যেখানে না আছে স্বাস্থ্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা, না আছে বিশুদ্ধ খাবার পানি। ফলে থামছেই না কলেরার উপদ্রব।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে অনাকাঙ্ক্ষিত ভারী বৃষ্টি আর বন্যার প্রভাবে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বিষাক্ত পদার্থের সংস্পর্শে সংক্রমিত হয় পানির প্রধান উৎসগুলো। ছড়িয়ে পড়ে কলেরার জীবাণু। নেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা। যুদ্ধের কারণে ধ্বংস হয়েছে বেশিরভাগ হাসপাতাল। মেলেনা প্রয়োজনীয় ওষুধ।

এদিকে, কলেরা মহামারির প্রকোপের মধ্যেই পুরো দেশে শুরু হয়েছে ডেঙ্গুর উপদ্রব। বন্যার ফলে জমে থাকা পানিতে পাওয়া গেছে এডিস মশার ডিম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচএ-র প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর পর্যন্ত সুদানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply