চলতি অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকগুলোর ঋণ বিতরণ হয়েছে ৬ হাজার ৪৫৮ কোটি টাকা।
গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে এই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৮২৪ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ২৬ শতাংশ।
সাম্প্রতিক দুটি বন্যায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যপণ্যের বাজারেও রয়েছে অস্থিরতা। এ অবস্থায় কৃষি ঋণ বিতরণ কমে আসায় আসন্ন রবি ও বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ব্যাংকাররা বলছেন, প্রথম প্রান্তিকে কৃষিতে ঋণপ্রবাহ কমলেও সামনের দিনে আবারও বাড়বে। জুলাই-আগস্টের অস্থিরতা ও ব্যাংক খাতে গণঅভ্যুত্থান-পরবর্তী অনিশ্চয়তার প্রভাবে কিছুটা ঋণ কমেছিল। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে সাড়ে ৮ শতাংশ। লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও অর্থবছরের প্রথম প্রান্তিকেই প্রকৃত ঋণ বিতরণ কমে এসেছে।
/এনকে
Leave a reply