রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর ওপারে লঞ্চের ধাক্কায় ডিঙ্গি নৌকা উল্টে একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২ জন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বুড়িগঙ্গা নদী পার হতে ডিঙ্গি নৌকায় ওঠে আকাশ, তার মা মমতাজ রহমান, চাচা, চাচী ও চাচাতো ভাই। কিন্তু হঠাৎ করে থেমে থাকা একটি লঞ্চ পিছনের দিকে ধাক্কা দিলে ডিঙি নৌকা উল্টে যায়। কোন মতে, প্রাণ নিয়ে কূলে ওঠে আকাশ রহমান।
প্রথমে হাত বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার হয় চাচী রোজিনা আক্তারের মরদেহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রাত সাড়ে ১২টায় উদ্ধার করে আকাশের মা মমতাজ রহমানের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে চাচা মতিউর রহমান ও তার সাত বছরের ছেলে তামিম।
নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহরিয়ার হোসেন। এই দুর্ঘটনার জন্য অবৈধভাবে নোঙর করে রাখা লঞ্চকেই দায়ী করছেন স্থানীয়রা।
Leave a reply