চকবাজারে আগুন: ঢামেকে ভর্তি অর্ধশতাধিক

|

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় অর্ধশতাধিক। তারা সবাই ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। বুধবার রাত ১০টা ৪০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া, মিটর্ফোড হাসপাতালেও ভর্তি আছেন কয়েকজন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গাড়ির সিলেন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে পাশের ভবনে আগুন লেগে যায়। ওই ভবনের দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ কেমিক্যালের মজুত ছিলো। যার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

এদিকে, আগুনে আহত ৪৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম। তিনি আরো জানান, আহতদের মধ্যে সেলিমের ৪৮ শতাংশ, রেজাউল করিমের ২১ শতাংশ, আনোয়ারের ৫৫ শতাংশ, জাকিরের ৫০ শতাংশ, মাহমুদের ৫০ শতাংশ, হেলালের ১৫ শতাংশ, রুবিনার ২৬ শতাংশ, সোহাগের ২২ শতাংশ দেহ আগুনে পুড়েছে। একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে আহতরা এখনো আসছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এছাড়া হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন, আলামিন, রিমন, সিয়াম, রেজাউল, বাবুল, শহিদ, শহিদুল্লাহ, শামীমুর রহমান, সাইফুল, সালাউদ্দিন, লামিম, আনোয়ার, পলাশ, জাহাঙ্গীর, সালাম, রবিউল, মন্জুরুল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply