এ মাসের শেষে মতিঝিলে ও মে মাসের শুরুতে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করবে সিটি করপোরেশন। আজ বাস রুট র্যাশনাইলেজশন কমিটির ৫ম সভা শেষে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
তারা আরো জানান, এ সার্ভিস চালু হওয়ার পর প্রতি ৫ মিনিটে একটি করে বাস থাকবে নগরবাসির জন্য। যাত্রী নিরাপত্তা, যানজট নিরসনসহ বাস রুট র্যাশনাইলজেশন করার ক্ষেত্রে কোম্পানীগুলো সীমিত আকারে নিয়ে আসার জন্য দুই সিটি করপোরেশনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান দুই মেয়র।
আগামী দুই বছরের মধ্যে সাড়ে চার হাজার নতুন বাস নগরবাসীর জন্য সরবরাহ করা হবে জানিয়ে মেয়রদ্বয় বলেন, ঢাকা শহরে আড়াই হাজার বাসের মালিক রয়েছে যাদেরকে একই রুটে সীমিতি আকারে কিভাবে আনা যায় তা নিয়েই আলোচনা চলছে। এ ক্ষেত্রে মালিক সমিতির সম্মতি ও সহায়তা রয়েছে।
Leave a reply