২০১৬ সাল থেকে নতুন সামরিক জুতার জন্য অপেক্ষারত অবস্থায় আছে জার্মান সেনাবাহিনী ‘বুন্ডেসভেয়ার’কে, তবে তা পেতে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত। ব্যবস্থাপনা ও যথেষ্ট উৎপাদন না থাকায় এ অবস্থার পিছনে কারণ বলে জানাচ্ছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।
জুতার সংকটের ফলে জার্মান সেনারা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত সে প্রশ্নও উঠে এসেছে এই রিপোর্টে।
বলা হয়েছে, ‘অল সিজন’ বা দৈনন্দিন ব্যবহারের জুতার পরিবর্তে একটি ‘হেভি কমব্যাট’ বা ভারী লড়াইয়ের জুতা৷ আরেকটি ‘লাইট কমব্যাট’ বা হালকা লড়াইয়ের বুট। আর ২০২০ সালের মধ্যেই এই দুই ধরণের বুট সেনাদের হাতে পৌছার কথা থাকলেও জার্মান প্রতিরক্ষা দপ্তর বলছে বুট উৎপাদনে তাদের ব্যর্থতা ও নানা জটিলতার কথা।
বুন্ডেসভেয়ার’র এক লাখ ৮৩ হাজার সেনাসদস্যের মধ্যে ১ লাখ ৬০ হাজার সদস্য এখন পর্যন্ত শুধু হেভি কমব্যাট বুটই পেয়েছেন৷ আর লাইট কমব্যাট বুট পেয়েছেন মাত্র ৩১ হাজার জন৷
Leave a reply