গাড়ি চালানোর সময় নারী যাত্রীর সাথে যৌন হয়রানিমূলক আচরণ করার অভিযোগে ড্রাইভারের অ্যাপ অ্যাকসেস বাতিল করলো উবার। একই সাথে বিষয়টি তদন্তও করছে তারা। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তদন্ত করলে তারা সাহায্য করতেও প্রস্তুত বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ। বুধবার রাতে যমুনা নিউজকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে উবার কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উবার চালকের বিরুদ্ধে নারী যাত্রীর সাথে যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ
এর আগে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লামিয়া চৌধুরী নামে একজন পোস্ট করেন, তার পরিচিত এক নারী উবারের রাইড সেবা গ্রহণ করেন। যাত্রাপথে উবার চালক ড্রাইভিং সিটে বসে এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে মাস্টারবেট করছিলেন।
লামিয়া চৌধুরীর পোস্টের প্রেক্ষিতে যমুনা নিউজ থেকে অভিযুক্ত উবার চালক বেলায়তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম কাজ তিনি করেননি। মূলত তিনি এক হাতে গাড়ি চালান তার একটি হাত বেশিরভাগ সময় পায়ের ওপর থাকে।
এই ইস্যুতে ভুক্তভোগী প্রকাশ্যে আসতে চাননি। তিনি পুরো বিষয়টিতে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ বলে জানিয়েছেন। তবে, উবার কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতেই চালকের অ্যাপ অ্যাকসেস বাতিল করেছে উবার।
Leave a reply