অনুপ্রবেশকারীদের ডিএনএ সংগ্রহের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আটক হলেই, সরকারের কেন্দ্রীয় ডাটাবেজের অপরাধী প্রোফাইলের অংশ হিসেবে নেয়া হবে তাদের ডিএনএ।
মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা- এএফপি।
বলা হয়, সংগৃহীত ডিএনএ জমা করা হবে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআই’র ‘কোডিস ডিএনএ’ ডাটাবেজে। পরবর্তীতে তা ব্যবহার করতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থাও।
ওয়াশিংটনের দাবি, এর ফলে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের জন্য অভিবাসী ও আটককৃতদের তথ্য বিশ্লেষণ সহজ হবে। চলতি বছরের শুরুতেই মেক্সিকো সীমান্তে ‘র্যাপিড ডিএনএ টেস্ট’ নামে একটি কার্যক্রম শুরু করে মার্কিন প্রশাসন। নতুন পরিকল্পনায় জেনেটিক তথ্য সংগ্রহের পরিধি হবে আরও বিস্তারিত। বিচার ও অপরাধ প্রমাণের আগেই আটককৃতদের ডিএনএ সংগ্রহের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে মানবাধিকার সংস্থাগুলো।
Leave a reply