অবশেষে রামপুরা-বনশ্রী সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ ওসমান গনি বনশ্রী সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন।
দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের অভাবে যাতায়াতের অনুপোযোগী ছিল। প্রয়াত মেয়র আনিসুল হক এই সড়ক সংস্কারের উদ্যোগ নিলেও তার অনুপস্থিতির কারণে সেই সময় দীর্ঘ হয়। তবে পরে হলেও সংস্কারের কাজ শুরু হয়েছে তাতেই স্বস্তি ফিরেছে সড়ক ব্যবহারকারীদের। আগামী বর্ষা মৌসুমের আগে সংস্কারের কাজ শেষ হবে।
এদিকে, ভারপ্রাপ্ত মেয়র মোঃ ওসমান গনি বলেন- মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।
যমুনা অনলাইন- এফআর।
Leave a reply