করোনা পরিস্থিতিতে পোশাক খাত সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সর্বোচ্চ মনোযোগ দিতে শ্রমিকের সুরক্ষায়। এ আহ্ববান জানিয়ে সকালে, যৌথ বিবৃতি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ-সহ বিশ্বের ৯টি সংগঠন।
অন্যান্য দেশের মধ্যে আছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প মালিকরা। বিবৃতিতে বলা হয়, যেসব কার্যাদেশ চলমান আছে সে সংশ্লিষ্ট কাঁচামালের অর্ডার বাতিল করা যাবে না। কোনো কারণে সরবরাহে দেরি হলে অযৌক্তিক হারে জরিমানা ও অডিট সংক্রান্ত চাপ দেয়া যাবে না। কোনো কারণে পণ্যের সরবরাহ বাতিল হলে, আলোচনার ভিত্তিতে নির্ধারণ করতে হবে ন্যায্য ক্ষতিপূরণ। অর্ডার গ্রহণ বা বাতিলের আগে যাচাই করতে হবে স্থানীয় বাজার পরিস্থিতি। সংগঠনগুলোর দাবি, দীর্ঘমেয়াদে ব্যবসা নিশ্চিতে এখন সবার পাশে দাড়াতে হবে সবাইকে।
Leave a reply