দেড় মাসের আংশিক লকডাউন; তাতেই বড় ধাক্কা খেয়েছে রাশিয়ার অর্থনীতি। এরমাঝেই, তিনদিন ধরে করোনার রেকর্ড সংক্রমণ ঘটছে দেশটিতে। প্রাণহানি দেড় হাজার হলেও আক্রান্ত এর ১০০ গুণ। প্রতি মুহূর্তে জ্যামিতিক হারে এ সংখ্যা বাড়তে থাকায়; দেশজুড়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণের পদক্ষেপ নিয়েছে মস্কো। শঙ্কা- রাশিয়া হতে পারে মহামারির পরবর্তী হটস্পট।
রাশিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারিতে। মার্চের শেষে এ সংখ্যা ২৩শ’ ছাড়ায়। এরপর ৩৪ দিনে ৬৭ গুণ বেড়ে দেশটিতে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। গেল এক সপ্তাহে প্রতিদিন নতুন সংক্রমণ ধরা পড়েছে গড়ে ১০ হাজার।
অবশ্য, সরকারি তথ্যের হিসাবে আক্রান্তের তুলনায় মৃত্যুহার এক শতাংশও নয়। আড়াই মাসে দেড় হাজার প্রাণহানির পর এখন, ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু। পূর্বসতর্কতা হিসেবে দেশের ৮২টি অঞ্চলে লাখো শয্যার অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সেন্ট পিটারবার্গস প্রবীণ হাসপাতালের পরিচালক ম্যাক্সিম কাবানোভ বলেন, কোভিড নাইনটিন এমন একটি রোগ, যাতে মৃদু উপসর্গও আকস্মিক মারাত্মক রূপ নিতে পারে। তাই গুরুতর অসুস্থরা যেন সহজে হাসপাতালে সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সেজন্যই কম অসুস্থ রোগীদের জন্য অস্থায়ী হাসপাতালের সিদ্ধান্ত।
গেল কিছুদিনে মস্কো, সেন্ট পিটারবার্গসসহ বেশ কিছু শহরে বিপুল পরিমাণ বিশেষ সুরক্ষা পোশাক সরবরাহ করেছে ক্রেমলিন। কিন্তু বিশাল দেশটির অনেকখানেই এখনো প্রস্তুতি অপ্রতুল।
সেন্ট পিটারবার্গের গভর্নর আলেক্সান্দার বিগলভ জানান, কখনো কখনো হাতে যথেষ্ট অর্থ থাকলেও সরঞ্জাম সংকটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। আমাদের ক্লিনিক আর হাসপাতালগুলোর ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এর মধ্যেও যা সরবরাহ আসছে, সেটাই লাভ।
যুক্তরাষ্ট্র-ইউরোপের পর মহামারির নতুন সম্ভাব্য হটস্পট হিসেবে ব্রাজিলের সাথে এখন আসছে রাশিয়ার নাম। মার্চের শেষ দিকে দেশটিতে আংশিক লকডাউন আরোপ করে প্রশাসন, যা চলছে এখনও।
Leave a reply