করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বাবা-মায়ের উদ্বেগের শেষ নেই।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনায় শিশুদের সুরক্ষিত রাখতে কতগুলো টিকা বা প্রতিষেধক দেয়া এবং বিশেষ কিছু রুটিন চেকআপ এ সময় বন্ধ করা উচিত নয়।
কারণ কিছু টিকা ও প্রতিষেধক দেরিতে নেয়া হলে স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাড়তে পারে অন্য রোগের ঝুঁকিও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসক ও শিশুর অভিভাবকের প্রয়োজনীয় নিরাপত্তা পোশাক পরা ও সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে হবে।
এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ড. অনিন্দ্য কুণ্ডু।
আসুন জেনে নিই কী করবেন?
১. নবজাতকের জন্য হেপাটাইটিস-বি প্রতিষেধক এবং বিসিজি প্রতিষেধক দিতে হবে। এক মাসের কম বয়সী শিশুদের সরাসরি টিকা দেয়া যায়। লকডাউনে দেরি হলে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে নেয়া উচিত।
২. দেড়, আড়াই আর সাড়ে তিন মাসের প্রেন্টাভালেন্ট (Pentavalent) প্রতিষেধকগুলো নেয়া অত্যন্ত জরুরি।
৩. নয় মাসের এমএমআর টিকা আর প্রতি বছরের ফ্লুর টিকাও নিতে হবে।
৪. কুকুর বা বিড়াল কামড়ালে ভ্যাকসিন দেয়া জরুরি।
তথ্যসূত্র: জিনিউজ
Leave a reply