করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্য প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গুজব ছড়ানোর অভিযোগে রাশিয়া ও চীনকে দায়ী করেছে জোট। এ সংক্রান্ত যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে আছে বলে দাবি তাদের।
ইউরোপীয় কমিশন জানায়, গুজব রটনাকারীদের পরবর্তী টার্গেট ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করা। এ ধরণের তথ্য কোভিড নাইনটিন নিয়ে যেমন বিভ্রান্তি তৈরি করছে, তেমনি ইউরোপের সমাজ ও অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
তথ্য বিভ্রান্তি দূর করতে এখন থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কাছে নিয়মিত আপডেট চেয়েছে কমিশন। কমিশনের ভ্যাল্যু এন্ড ট্রান্সপারেন্সি’র ভাইস প্রেসিডেন্ট ভেরা জোরভা বলেন, কোভিড নাইনটিন বিষয়ক ভুল তথ্য নিয়ে ফেসবুক, গুগল ও টুইটারসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কেবল অবহিত করা নয়, বিস্তারিত তুলে ধরে মাসিক প্রতিবেদন দিতে হবে। যাতে বিভ্রান্তিকর তথ্যের ক্ষতিকর দিক নিয়ে আগেই সচেতন হতে পারি।
Leave a reply