কাতারে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে ‘এনওসি’ নিয়ম বাতিল হলো। রোববার, দেশটির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষিত হয় নতুন শ্রম আইন।
দেশটির আমির শেখ তামিম এ সর্ম্পকিত একটি আইনে অনুমোদন দিয়েছেন। তবে, সরকারি গেজেট প্রকাশের ছ’মাস পর কার্যকর হবে আইনটি।
নতুন আইনের ফলে বিদেশি শ্রমিক ও কর্মীরা খুব সহজে কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন। এনওসি না থাকায় আর কাউকে এ সুযোগ থেকে বঞ্চিত হতে হবে না।
শ্রম মন্ত্রণালয়ের প্রত্যাশা- এরফলে দক্ষ কর্মীরা আরও ভালো কাজের সুযোগ পাবে। আরও জানানো হয়, নতুন নীতিমালা অনুসারে প্রত্যেক শ্রমিককে ন্যুনতম ১ হাজার কাতারি রিয়াল দিতে হবে। যা, টাকার অংকে দাঁড়ায় সাড়ে ২৩ হাজার।
জানানো হয়, যেসব কোম্পানি শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না তাদের বিরূদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া গ্রহণ করবে সরকার।
মূলত: ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আগে ভাবমূর্তি উন্নয়নের জন্যেই কাতার সরকারের এ উদ্যোগ।
Leave a reply