বাজারে নতুন অস্বস্তির নাম আলু, দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি (ভিডিও)

|

বাজারে নতুন অস্বস্তির নাম আলু। কয়েকদিনের ব্যবধানে ২০ টাকার আলু ৫৫ টাকা হয়েছে। কিন্তু এর কারণ অজানা। পাইকারদের দাবি, হিমাগারে পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বাড়াচ্ছেন মালিকরা। পকেট ফাঁকা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের।

নিকট অতীতে আলুর দামে এমন উল্লম্ফন দেখা যায়নি। টিসিবি’র হিসেব বলছে, এক বছরে দাম বেড়েছে ৮০ ভাগ। অর্থাৎ গেল বছরের এই সময়ে প্রতিকেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। আর এখন সেই আলু’র কেজি ৫৫ টাকার বেশি।

দেশের আলুর বার্ষিক চাহিদা ৭০ থেকে ৭৫ লাখ টন। কিন্তু দেশেই উৎপাদন এক কোটি টনের বেশি আলু। বলা হচ্ছে, হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণেই বাড়ছে আলুর দাম। চাহিদা থাকলেও আলুর সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে; বাজারে কৃত্রিম সংকট তৈরী করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। কিন্তু দেখার যেন কেউ নেই। দামের এমন লাগামহীন প্রবণতায় বেড়েই চলেছে ভোক্তা ব্যয়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply