আলুর দাম ৩০ টাকা বেধে দেয়া হলেও খুচরা বাজারে এর কোন প্রভাব দেখা যাচ্ছে না। প্রতি কেজি আলু এখনও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে।
ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম না কমার কারণে তাদের বেশী দামে কিনতে হচ্ছে এবং বিক্রি করতে হচ্ছে।
এরআগে বুধবার প্রতি কেজি আলুর দাম হিমাগারে ২৩ টাকা, পাইকারীতে ২৫ টাকা ও খুচরা বাজারে ৩০ টাকা দরে বিক্রি নিশ্চিত করতে নির্দেশ দেয় কৃষি বিপনণ অধিদফতর। আলুর এই উর্ধ্বমুখি দরে ক্রেতাদের মাঝে অস্বস্তি রয়েছে।
এদিকে হিমাগারে আলু বেচাকেনা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ী ও চাষিরা। যুক্তি, এই দামে উৎপাদন খরচই উঠবে না। আলু যখন পানির দরে বেচাকেনা হয়েছে তখন কেন সরকার দাম বেধে দেয়নি, সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ।
Leave a reply