করোনায় আমদানি স্বল্পতা, চলতি অর্থ-বছরের প্রথম প্রান্তিকে কমেছে বাণিজ্য ঘাটতির পরিমাণ

|

করোনায় আমদানি স্বল্পতায় চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমেছে। এ সময় আমদানি-রপ্তানিতে ঘাটতি দাঁড়িয়েছে ২০৩ কোটি ডলার; যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কম। গেল অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি ছিল ৩৮৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের সামগ্রিক লেনদেন ভারসাম্য প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রথম প্রান্তিকে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবেও ৩৫৩ কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ দেশের রপ্তানি আয় হয়েছে ৯৬৯ কোটি ডলার। আর আমদানি ব্যয় হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ডলার। করোনা সংক্রমণের কারণে অবকাঠামো খাতের বড় প্রকল্পগুলোতে স্থবিরতা ও শিল্পে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে।

অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ার কারণেও চলতি হিসাবে উদ্বৃত্ত অর্থ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অভ্যন্তরীণ চাহিদার ৯০ শতাংশ আসে বেসরকারি ভোগ ও বিনিয়োগ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply