নতুন শিল্পনীতি যেন ব্যবসা ও কর্মসংস্থান বান্ধব হয়, সেদিকেই নজর রাখছে সরকার। তাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি প্রণয়ন করা হবে। সকালে ‘ঢাকা চেম্বার অব কমার্স’ আয়োজিত অনলাইন সেমিনারে যোগ দিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানান।
এ সময় বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এসএমই খাতে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দেন। বলেন, দেশে ব্যবসার নিয়মকানুন সহজ করার কোনো বিক্ল্প নেই। এসময়, নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা বাড়াতে জোর দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান রফতানিতে ছোট ও মাঝারি খাতের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে বলেন, বিনিয়োগ টানতে শুধু অর্থনৈতিক অঞ্চল করলেই হবে না। সেখানে কর্মীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কর্মীদের দক্ষতা বাড়াতে পারলে আরও বিদেশি বিনিয়োগ আনা সম্ভব বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।
Leave a reply