শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ২৮ সাবেক সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট।
এ বিষয়ে ৯৩ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০০৯ সালে শেষ হওয়া ২৬ বছরের গৃহযুদ্ধে যুদ্ধাপরাধ করেছে দেশটির ২৮ সাবেক সেনাকর্মকর্তা। বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ করা হয় সেনাদের বিরুদ্ধে।এর জেরে তাদের সম্পত্তি জব্দের পাশাপাশি ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিয়ষয়ক কাউন্সিলে তুলে ধরা হবে বিস্তারিত।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জ্যোৎস্না পডিয়াল বলেন, তামিল এবং মুসলিম সংখ্যালঘু কমিউনিটির ওপর চরম ভাবে বৈষম্যমূলক আচরণ করেছে সেনাবাহিনী। নির্বিচারে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু এসব বিষয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে গেছে শ্রীলংকা সরকার।
Leave a reply