উল্লাপাড়ায় আতঙ্কের নাম ওসি দীপক, পুরুষশূন্য গ্রাম

|

ছবি: ওসি দীপক কুমার দাস।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাসের ডাকে সাড়া না দেয়ায় পুলিশি হয়রানিতে বেতবাড়ী গ্রাম এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। দীর্ঘ সাতমাস যাবত ওসির অত্যাচারে অতিষ্ঠ দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষ।

এ যেন কক্সবাজারের আলোচিত ওসি প্রদীপকে হার মানিয়ে নিজের অবস্থান তৈরি করতে মরিয়া ওসি দীপক। পুলিশের এমন কর্মকাণ্ডের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

সরেজমিন জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব বেতবাড়িয়া গ্রামে ৭ মাস পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বেতবাড়ী গ্রামের হবিবর রহমান হবিকে দুই পক্ষের লোকজনকে নিয়ে থানায় আসতে বলে ওসি। রাত হওয়ায় থানায় যায়নি হবি। এরপর থেকেই হবিকে ধরতে মরিয়া ওসি দীপক।

সেই ঘটনার জের ধরে প্রতি রাতে পুলিশি অভিযানের নামে পুরো গ্রামটাই তসনস করতে থাকে ওসি। পুলিশি হয়রানি থেকে বাঁচতে শুরু হয় টাকার বাণিজ্য। অথচ গ্রামটির কারো বিরুদ্ধে থানায় নেই কোনো মামলা। রাত হলেই পুলিশি অভিযানের নামে হানা দিয়ে ভাঙচুর করে বসতিদের ঘরের আসবাবপত্র নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে। তাই রাত হলেই পুলিশি আতঙ্কে পুরুষশূন্য হয় গ্রামটি। ওসিসহ থানা পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ পুরো বেতবাড়ী গ্রামের সাধারণ মানুষের। শুধু বেতবাড়ী গ্রাম নয় পুরো উপজেলা জুড়েই চলছে ওসির গ্রেফতার বাণিজ্য।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, আমাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারপরও আমাদের থানায় আটকে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। টাকা না দিলে যাকে পাবে তাকেই আটক করেন ওসি।

বেতবাড়ী গ্রামের বাসিন্দা মৃত মোতালেব আলী সরকারের ছেলে সাইফুদ্দিন (৭০) জানান, ওসি নিজে তার পুলিশ বাহিনী নিয়ে প্রতিদিন রাতে হানা দেয়। এসময় গ্রামের মানুষ দিকবিদিক পালাতে থাকে। রাতের অন্ধকারে পালানোর সময় অনেকে আহতও
হয়েছে। আমি বৃদ্ধ হয়েও আমাকে দৌড়ে পালাতে হয়েছে কয়েকবার। আমরা এ থেকে মুক্তি চাই।

নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের বাসিন্দা ও ছুটিতে আসা র‌্যাব সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ থেকে একটি সমাধান হওয়া দরকার।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স পড়ুয়া ছাত্র আলমগীর হোসেন বলেন, প্রতিদিন রাতে পুলিশের অভিযানে আমরা বাড়িতে থাকতে পারি না। এতে একদিকে লেখাপড়া অন্যদিকে পরিবার থাকছে দুশ্চিন্তায়। আর যাকে ধরতে পারছে তাকে টাকার বিনিময়ে ছাড়াতে হবে। কিন্তু আমরা টাকা পাবো কোথায়।

মৃত রশিদ সরকারের স্ত্রী মনোয়ারা বেগম জানান, স্বামী মারা গেছে দুই যুগ আগে। একটা ছোট নাতনিকে সাথে নিয়ে থাকি। প্রতিদিন পুলিশের অত্যাচারে জীবন অতিষ্ঠ। বাড়ি ঘর ভাঙচুর, টাকা পয়সা লুটসহ মারধর করে পুলিশ। কিন্তু কী কারণে এগুলো হচ্ছে সেটাও পুলিশ বলে না। দেশে কি আইন, বিচার নাই।

পড়ালেখা শেষ করে বাড়িতে মুরগী খামার ও চাষাবাদ করা মজনু রহমানের ছেলে নিজামুল হক জানায়, আমার বাবাকে ফোন করে থানার দারোগারা টাকা চায়। নইলে ধরে নিয়ে ক্রস ফায়ারে দেবে বলে একাধিকবার হুমকি দিয়েছে। আমরা এখন চরম অশান্তির মধ্যে আছি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, বেতবাড়ী গ্রামে কারো বিরুদ্ধে মামলা নেই, তবে এখন মামলা হবে। আমি কোনো গ্রেফতার বাণিজ্য করিনি। মানুষ আমার নামে কুৎসা রটাচ্ছে।

ঘটনার সত্যতা বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি দাবি করে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম গণমাধ্যমকে বলেন, আমি সিরাজগঞ্জে কর্মরত থাকা অবস্থায় কোনো গ্রেফতারি বাণিজ্য হবে না। আপনাদের মাধ্যমে আমি অবগত হলাম। বিষয়টি একজন সিনিয়র অফিসারকে দিয়ে তদন্ত করবো এবং সত্যতার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply