শিখ ও হিন্দুদের সহায়তায় নির্মাণ হচ্ছে মসজিদ

|

হিন্দু ও শিখ সম্প্রদায়ের উদ্যোগে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য নির্মাণ হচ্ছে মসজিদ। গ্রামে কোনো মসজিদ না থাকায় প্রতিবেশী হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা মিলে এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে একটি গুরুদুয়ারাতে।

ভারতের পাঞ্জাবের মোগা জেলার ভুলার গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্ত স্থাপিত হল। রোববার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গ্রামের সব ধর্মের মানুষ উপস্থিত ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভুলার গ্রামে শিখদের সাতটি গুরুদুয়ারা আর হিন্দুদের দুটি মন্দির থাকলেও মুসলিমদের কোনো মসজিদ ছিলো না।

গ্রামের প্রধান পলা সিং জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের আগে একটি মসজিদ ছিল। তবে সেটি সময়ের সঙ্গে ধ্বংসাবশেষে পরিণত হয়। গ্রামে এখন চারটি মুসলিম পরিবার রয়েছে। হিন্দু, মুসলিম এবং শিখ সবাই মিলেমিশে বসবাস করছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেই মুসলিম পরিবারগুলোর জন্যে আগের মসজিদটির স্থানে নতুন করে মসজিদ নির্মাণের।এর

মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বৃষ্টির কারণে প্রায় ভণ্ডুল হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত একটি গুরুদুয়ারাতে সেরে ফেলা হয় অনুষ্ঠান। সেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর শেষে মিষ্টান্ন বিতরণ ও প্রার্থনা করা হয়।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply