বছরের শেষ সুপারমুন দেখলো পৃথিবীর মানুষ

|

বছরের শেষ এবং চতুর্থ সুপারমুন দেখলো বিশ্ববাসী। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাতে বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে দেখা যায় মহাজাগতিক এই সৌন্দর্য।

একে স্ট্রবেরি মুন নাম দিয়েছেন জ্যোতির্বিদরা। তবে রঙের তারতম্যের জন্য এমন নাম দেয়া হয়নি। জুন মাস যুক্তরাষ্ট্রে স্ট্রবেরি উত্তোলনের সময় বলে এমন নামকরণ করা হয়েছে।

স্বাভাবিক সময়ে পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার থাকে। কক্ষপথে ঘুরতে ঘুরতে এসময় গ্রহের সাথে ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে এসে দাঁড়ায় উপগ্রহ। তাই, সাধারণ পূর্ণিমার তুলনায় চাঁদ দেখায় ১৫ গুণ বড় এবং ৩০ ভাগ বেশি আলোকিত। সূর্যের আলোকরশ্মির কারণে তারতম্য ঘটে রঙেও।

উল্লেখ্য, ২৬ মে পূর্ণ চন্দ্রগ্রহণ এবং সুপারমুন একসাথে দেখার সৌভাগ্য হয় বিশ্ববাসীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply