প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকেই জলবায়ু বিষয়ে পুরোপুরি নেতিবাচক ধারণা প্রচার করেছেন ট্রাম্প। ক্ষমতায় বসার পরে ২০১৭ সালের জুন মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে একাই যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তিনি।
কিন্তু জলবায়ু চুক্তিটি থেকে নিজ দেশকে সরিয়ে নেওয়ার জন্য দোষারোপ করলেন ভারত ও চিনকে। তার দাবি, চুক্তিটি মার্কিনিদের জন্য অন্যায্য ছিল। এ চুক্তির সুবিধাভোগীদেরকে মূল্য দিতে হত যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, “এই চুক্তিতে স্বাক্ষর করলে যুক্তরাষ্ট্রের লাখ কোটি ডলার ক্ষতি হবে। উৎপাদন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে, বেকার হয়ে পড়বে অনেক মানুষ। কয়েক শত তেল, গ্যাস, এবং কয়লা কারখানা বন্ধ হবে।”
প্যারিস জলবায়ু চুক্তির প্রসঙ্গ টেনে ভারত ও চিনকে দোষারোপ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত ও চিনের মতো উন্নয়শীল ও বড় দেশগুলির জন্য আমাদের মূল্য দিতে হত। ওরা উন্নয়নশীল হলে আমরা কী? উন্নতি করার অধিকার কি আমাদের নেই?”
তথাপি দুই শতাধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করায়, এ থেকে সরে আসার বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
যমুান অনলাইন: এফএইচ
Leave a reply