অমানবিকভাবে বসতি স্থাপনা ভেঙে ভূমি অধিগ্রহণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে কেরাণীগঞ্জের ওয়াসপুরের মধ্যেরচর ও ঘাটারচর মৌজার বাসিন্দারা। মৌজাদুটোর প্রায় ২০ একর স্থানে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়’ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, উক্ত এলাকায় অনেক মানুষ ঘরবাড়ি বানিয়ে বসবাস করে। অনেকে জীবিকার তাগিদে নানা ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাছাড়া, সেখানে মসজিদ, হাসপাতাল, ব্যাকসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তাদের দাবি, পেশাজীবী, অবসরপ্রাপ্ত ও প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থে গড়া এসব স্থাপনার ক্ষতি না করে ঢাকার বাহিরে অন্য কোথাও খোলামেলার খাস জমিতে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়’
স্থাপন করা হোক।
যমুনা অনলাইন: এটি
Leave a reply