মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশির নাম

|

সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি ও ৭ গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ যেখানে রয়েছে আইএসআইএস- বাংলাদেশ নামে একটি সংগঠনের নামও। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এতে দাবি করা হয়, বাংলাদেশে সক্রিয় গোষ্ঠীটির প্রধান আবু জান্দাল আল বাঙালি। বাংলাদেশ ছাড়াও মিসর, সোমালিয়া, ফিলিপাইন, তিউনিসিয়ায় ও পশ্চিম আফ্রিকান দেশগুলোতে সক্রিয় আইএস সমর্থিত গ্রুপগুলোর ওপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। অপর এক বিবৃতিতে আইএস সংশ্লিষ্টতার অভিযোগে ৪০ ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেখানেও রয়্ছে বাংলাদেশের নাম। বলা হচ্ছে সন্ত্রাসবাদের উত্থান রোধ, বিদেশী যোদ্ধাদের দলে ভেড়ানো বন্ধ ও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ করতেই নেয়া হলো এ উদ্যোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply