বিশ্বে ১৮ বছরে বন্যার ঝুঁকিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। পরিবেশ বিষয়ক জার্নাল ‘নেচার’ এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
নেচারের প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে বন্যায় ঝুঁকির মাত্রা বেড়েছে আশঙ্কার চেয়ে প্রায় দশ গুণ বেশি। এসময়ের মধ্যে ৯শ’টি বড় দুর্যোগের তথ্য আমলে নিয়েছেন গবেষকরা। বিশ্লেষণ করেছেন স্যাটেলাইট ইমেজ। খতিয়ে দেখা হয় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা, বৃষ্টিপাতের পরিমাণসহ ক্ষয়ক্ষতির নানা তথ্য-উপাত্ত।
জার্নালটির গবেষণায় বলা হয়, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ কোটি মানুষ।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত বন্যার কবলে পড়বে আরও ২৫টি দেশ। ঝুঁকিতে পড়বে আরও প্রায় ২০ কোটি মানুষ। এশিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চলেই ঝুঁকির মাত্রা বেশি বলে জানানো হয় প্রতিবেদনে।
Leave a reply