এখনও পুরোপুরি অপসারণ হয়নি কোরবানির বর্জ্য

|

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিয়েছেন কেউ কেউ।

সকাল থেকে রাজধানীর কিছু এলাকায় পশু জবাই দিতে দেখা যায় অনেককে। তারা বলছেন, কসাই স্বল্পতাসহ নানা কারণে প্রথম দিনে কোরবানি করেননি।কারও কারও ক্ষেত্রে অবশ্য, দ্বিতীয় দিনে কোরবানি করা পারিবারিক রীতি। এদিকে, কোরবানির প্রথম দিন শেষে রাজধানীতে চলছে বর্জ্য অপসারণের কাজ। যদিও, গাবতলীসহ অনেক হাটে এখনও জমে আছে বর্জ্যের স্তূপ। এবার ২৪ ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণার পরও বর্জ্য পুরোপুরি সরাতে পারেনি দুই সিটি কর্পোরেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply