সর্বস্ব হারানোর শঙ্কা, নদীর পানি বাড়লেই বিপদ

|

ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিবেদক:

প্রতিবছর বাঁধ ভেঙ্গে বন্যা হয়। কিন্তু সেই ভাঙ্গা বাঁধ আর মেরামত হয়না। বন্যা নিয়ন্ত্রন বাঁধে জোড়াতালি দিয়ে বছরের পর বছর পার করে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে আবারও সর্বস্ব হারানোর শঙ্কায় নওগাঁর মান্দা, আত্রাইসহ বিস্তৃর্ণ চলনবিল এলাকার মানুষ।

নদীর পানি বাড়লেই বিপদ। বন্যায় নিমেষেই ডুবে যায় এ এলাকার ঘর-বাড়ি-ফসল। কেননা মান্দায় আত্রাই নদীর’ ডান তীরে গত বছর বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ উন্মুক্ত এখনও। নাজুক অবস্থায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ। মেরামতের নামে কোন রকমে জোড়াতালি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাই আবারো শঙ্কায় নওগাঁর মান্দা, আত্রাই, নাটোরের শিংড়া ও রাজশাহীর বাঘমারাসহ চলনবিল এলাকার মানুষ।

শুধু আত্রাই-ই নয়, ফকিরিনী, বাড়নোই ও ছোট যমুনা নদীর বেশীর ভাগ বন্যা নিয়ন্ত্রণ বাঁধেরই এখন করুন অবস্থা। স্থানীয়রা বলছেন,
বাঁধ মেরামতে গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ। ফলে নদী তীরবর্তী মানুষদের বসবাস ও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

এদিকে নদী তীরবর্তী জনপদের ভোগান্তি লাঘবে একটি প্রকল্প তৈরী করছে পাউবো। কয়েক বছর পেরিয়েও গেছে, কিন্তু সেটি প্রস্তুত হয়নি এখনও। নওগাঁ জেলায় সাড়ে ৫শ’ কিলোমিটার জুড়ে রয়েছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ। যার প্রায় পুরোটাই অরক্ষিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply