১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’

|

১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’

ছবি: সংগৃহীত

ভারতের কন্নড় ভাষার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ জন্য প্রায় আড়াই বছর ধরে অপেক্ষা করছেন দর্শকরা। করোনার কারণে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে।

সুপারস্টার ইয়াশ প্রতীক্ষিত সিনেমাটি চলতি বছরের ১৬ জুলাই মুক্তির কথা ছিল। কিন্তু এবার জানা গেল, এ বছর আর মুক্তি পাচ্ছে না সিনেমাটি। সিনেমাটি দেখতে হলে আরো অপেক্ষা করতে হবে দর্শকদের। সম্প্রতি এক টুইট বার্তায় ইয়াশ জানিয়েছেন, সিনেমাটি বড়পর্দায় ২০২২ সালের ১৪ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ এর চরিত্রের নাম রকি ভাই। এবার রকিকে মুখোমুখি হতে দেখা যাবে খলনায়ক সঞ্জয় দত্ত অর্থাৎ আধীরার সঙ্গে। ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছিল সিনেমার টিজার। ঠিক একই ভাবে সঞ্জুবাবার জন্মদিনে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশ পায় সামাজিকমাধ্যমে।

২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ১’। যেটি হয়েছিল বক্স অফিসে সুপার হিট। এই সিনেমার বাজেট ছিল ৫০ কোটি রূপি। আর এই সিনেমা বক্স অফিস আয় করে ২৫০ কোটি রূপি।

৬৬তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডে, সেরা অ্যাকশন এবং সেরা স্পেশাল ইফেক্টের জন্য ২টি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি।

হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম এই ৫ ভাষায় কেজিএফের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply