ভিনিসিয়াসে সর্বনাশ এড়ালো রিয়াল মাদ্রিদ

|

ভিনিসিয়াসের শট জড়াচ্ছে লেভান্তের জালে। ছবি: সংগৃহীত

লা লিগায় রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের সাথে এদিন কোনোমতে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে লস ব্লাঙ্কোসরা।

বেনজেমা, এডেন হ্যাজার্ড এবং গ্যারেথ বেলকে নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন আনচেলোত্তি। ইস্কোকেও রেখেছিলেন শুরুর একাদশে। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধ নিজেদের দখলে রাখে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। কারিম বেনজেমার থ্রু থেকে দলকে এগিয়ে নেন গ্যারেথ বেল। রিয়ালে আসা ডেভিড আলাবা ছিলেন গোলটির উৎস। আনচেলোত্তি তাই এর চেয়ে ভালো সূচনার কথা ভাবতেই পারতেন না।

খেলার নিয়ন্ত্রণ ছিল ইস্কোর পায়ে। আর আলাবা যতোবারই বল পেয়েছেন, ত্রাস ছড়িয়েছেন বামপ্রান্ত জুড়ে। তবে স্কোরশিটে আর কিছুই যোগ করা হয়নি প্রথমার্ধে। গ্যারেথ বেলের ফ্রি কিকটাই ছিল তাদের পাওয়া সেরা সুযোগ। সেটাও অবশ্য কাজে লাগেনি।

কিন্তু দৃশ্যপট পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। ঘুরে দাঁড়ায় স্বাগতিক লেভান্তে। মাদ্রিদের ডিফেন্সকে নড়বড়ে বানিয়ে ৪৬ মিনিটে গোল করেন রজার মার্তি। ৫৬ মিনিটে হোসে কাম্পানার দারুণ ভলিতে ম্যাচে লিড নেয় লেভান্তে।আর মাদ্রিদ শিবিরকে ঘিরে ধরে পরাজয়ের শঙ্কা। এরপর ৩টি পরিবর্তন করেন আনচেলত্তি। ইস্কো, হ্যাজার্ড আর বেলের পরিবর্তে নামান ভিনিসিয়াস, রদ্রিগো এবং আসেনসিওকে।

৭৩ মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। কিন্তু ৭৯ মিনিটে রবার পিয়েরের গোলে আবার জমে ওঠে ম্যাচ। জয় তখন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল স্বাগতিক লেভান্তের।

৮২ মিনিটে ব্যবধান ৪-২ করার সুযোগও ছিলো লেভান্তের সামনে। তবে ৮৫ মিনিটে সুপার সাব ভিনিসিয়াস আবারও ত্রাতা হয়ে আসলে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply