অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের পিঠে ছুরি মারছে তারই দলের ক্রিকেটাররা। এমনটাই দাবি করলেন অজি ক্রিকেটার উসমান খাজা।
উসমান খাজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শতভাগ দায় কখনোই কোচের নয়। খেলোয়াড়দেরও কিছুটা দায় নিতে হবে। পাঁচ মিনিটের ভিডিওতে ল্যাঙ্গারের নিবেদনের প্রতি প্রশংসা জানান খাজা। তিনি বলেন, কেমন লাগছে এখন জাস্টিনের? তার হয়তো মনে হচ্ছে নিজ দলের খেলোয়াড়রাই তার পিঠে ছুরি মারছে।
এর আগে গুঞ্জন উঠেছিল, ল্যাঙ্গারের নাকি চাকরি চলে যাচ্ছে। তবে এমন গুজবের জন্য বেশ কিছু কারণ ও রয়েছে। ওয়েস্ট ইন্ডিস আর বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অজিরা জিতেছে মাত্র ৪টি ম্যাচ। তাছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমের এক কর্মী এবং ক্রিকেটারদের সাথে বাজে আচরণের অভিযোগ এসেছিল ল্যাঙ্গারের বিপক্ষে।
জাস্টিন ল্যাঙ্গারের সাথে উসমান খাজার সম্পর্ক খুব উষ্ণ নয়। বরং ল্যাঙ্গারের সাথে বাদানুবাদে জড়িয়েই ২০১৯ সালের অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এই বাঁ হাতি টপ অর্ডার ব্যাটসম্যান। তারপর থেকে অজি দলে এখনও ঢুকতে পারেননি অস্ট্রেলিয়ার বর্তমান সেরা ৬ জন ব্যাটসম্যানের মধ্যে নিজেকে দাবি করা উসমান খাজা।
Leave a reply