বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ৩৩৩ তে কল দিয়ে খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়দের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের ত্রাণ শাখার অডিটোরিয়ামে এই খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ , সাবান ও মাস্ক বিতরণ করেন তারা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জেলা প্রশাসক জানান, করোনাকালে মানবেতর দিন কাটাচ্ছে অনেকেই। এর মাঝে ৩৩৩-এ ফোন দিয়ে সহায়তা চাওয়া ৬০০ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। করোনাকালে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এনএনআর/
Leave a reply