একাত্তরের পরাজিত শক্তিরা চূড়ান্ত কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। দুপুরে অপরাজেয় বাংলার সামনে ড. জাফর ইকবালের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধনের তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পদিবার শাহবাগসহ সারাদেশে গণবিক্ষোভ কর্মসূচিত ঘোষণা করেন তিনি। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, এই হামলায় প্রমাণ হয়েছে দ্বিতীয় প্রজন্মের বুদ্ধিজীবীদেরও হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আগের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এমন হত্যাচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়, হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করেন অধ্যাপক কায়কোবাদ। বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলার সামিল।
Leave a reply