ট্রেন পৌঁছাতে দুই ঘণ্টা দেরি হওয়ায় যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ (আইআরসিটিসি)। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী মোট ২০৩৫ জন যাত্রীর জন্য এই ঘোষণা করেছে আইআরসিটিসি। এতে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৬০০ ভারতীয় রুপি। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (২১ আগস্ট) অতিবৃষ্টির জন্য নয়াদিল্লী রেল স্টেশনে সিগন্যালে সমস্যা হয়। সে কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছায় তেজস এক্সপ্রেসের দু’টি ট্রেন। এছাড়াও পরদিন রোববার (২২ আগস্ট) তেজস এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা দেরিতে পৌঁছায়৷
তেজস এক্সপ্রেস ভারতের প্রথম সেমি-হাই স্পিড(১৩০ কিমি প্রতি ঘণ্টা) ও সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন। মোট চারটি তেজস ট্রেন রয়েছে ভারতীয় রেলের। ভারতে এছাড়াও দুটি সেমি-হাই স্পিড এক্সপ্রেস চলে। সেগুলো হল বন্দে ভারত ও গতিমান এক্সপ্রেস।
Leave a reply