কোথাও সড়কের অস্তিত্ব নেই, কোথাও আবার বিস্তীর্ণ ফসলের মাঠ বা বিল। অথচ এরই মাঝে নির্মাণ করা হয়েছে সেতু। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ও লুটেরচর ইউনিয়নে শোভা পাচ্ছে এমন ৪টি সেতু। সড়ক না থাকায় ৪ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ সেতু চারটি। একে অর্থের অপচয় বলছেন স্থানীয়রা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়ন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে সেতুগুলো নির্মাণ করা হয়। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সেতুগুলো ব্যবহার উপযোগী করা যায়নি বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।
গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোর সুবিধাভোগী যেহেতু স্থানীয় জনগণ, তাই তাদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এতে কাজের মান ও অগ্রগতি মনিটরিং করাও সহজ হবে বলে মনে করেন তারা।
স্থানীয় জনপ্রতিনিধিদের গাফিলতির কারণেও অনেক সময় উন্নয়ন প্রকল্পের সুফল মেলে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Leave a reply