আফগানিস্তানে ২০ বছরের মার্কিন অভিযানের সমাপ্তি

|

আফগানিস্তানে ২০ বছরের মার্কিন অভিযানের সমাপ্তি

ছবি: সংগৃহীত

দুই দশক পর অবশেষে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যদিয়ে দাপ্তরিকভাবে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি হলো।

স্থানীয় সময় ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টায় মার্কিন সেনা বহনকারী সব শেষ বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর থেকে। এরপরই রাতভর ফাকা গুলি ছুড়ে উল্লাস করে তালেবান। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে।

এ ঘোষণার পর গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করেছে তালেবান যোদ্ধারা।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে তালেবান সরকার উৎখাতে বোমাবর্ষণ শুরু করে। এরপর তাদের সমর্থন নিয়ে ১৩ নভেম্বর আফগান নর্দান অ্যালায়েন্স কাবুল দখল করে।

দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তিচুক্তি সই করে।

এরপর ২০২১ সালের ১৩ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অবশ্য বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে তা এগিয়ে আনেন।

বাইডেনের সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণার পর একের পর এক কাবুলের জেলা ও প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তালেবান। সর্বশেষ ১৫ আগস্ট তারা কাবুলে প্রবেশ করে।

এতে মার্কিন সেনা, নাগরিক ও আফগান সহযোগীদের সরিয়ে নিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তালেবানের সঙ্গে সমঝোতার মাধ্যমে ৩১ আগস্ট প্রত্যাহার সম্পন্ন করে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply