তিস্তার গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় কয়েকটি স্কুল

|

তিস্তার ভাঙনে কুড়িগ্রামের ৭ উপজেলায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে আরও কয়েকটি স্কুল। কয়েক জায়গায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে না কোথাও।

তিস্তার তীব্র স্রোতে ভাঙছে নদীর পাড়। একটু একটু করে চলে এসেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এই স্কুলটির দোরগোড়ায়।

কয়েক সপ্তাহের ব্যবধানে ধরলা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নর্দীগর্ভে চলে গেছে জেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, ভাঙনের শঙ্কায় রয়েছে আরও ২২টি। প্রিয় স্কুল বিলীনের শঙ্কা প্রতিনিয়ত তাড়া করছে কোমলমতী শিশুদের।

ঝুঁকিতে থাকা স্কুলের আসবাবপত্র রাখা হয়েছে খোলা আকাশের নিচে। এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে।

ভাঙনে হুমকির মুখে থাকা স্কুল ও বিলীন হওয়া পাঠদানকেন্দ্র পুননির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বললেন শিক্ষা অফিসার কুড়িগ্রামে শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। এছাড়াও নদীতে জিওব্যাগ ফেলে স্কুলগুলো রক্ষার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তবে স্থানীয়রা বলছেন, জিও ব্যাগ ফেললেও খুব একটা লাভ হচ্ছে না। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply