বহুল আলোচিত এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তি সই করেছে ১১টি দেশ। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর জোটের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র নিজের সরিয়ে নেওয়ায় এই চুক্তির ভবিষ্যত নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছিল।
চিলি রাজধানী সান্টিয়াগোতে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চিলির পররাষ্ট্র মন্ত্রী হেরাল্ডো মুনোজ বলেন, “এই চুক্তি স্বাক্ষর সংরক্ষণবাদী চাপের বিরুদ্ধে মুক্ত বাণিজ্যের একটি কঠোর বার্তা।”
মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় এ মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তির নামেও পরিবর্তন এসেছে। বর্তমানে এর নাম রাখা হয়েছে কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি)।
যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সত্ত্বেও এটি প্রায় ৫০ কোটি মানুষের মুক্ত বাজারে পরিণত হল। কিন্তু যুক্তরাষ্ট্র এ জোটে থাকলে এটি হতো মোট বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ। বর্তমানে ১১ দেশের এই জোট বৈশ্বিক অর্থনীতি ১৩ শতাংশের অংশীদার।
এই জোটের অংশীদার ১১টি দেশ হচ্ছে-অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউ জিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, এবং ভিয়েতনাম।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply