বন্দি নয়, বিজয়ী বেশে সেই কাবুল কারাগারে আরও একবার তালেবান

|

পোল-ই-চরখি কারাগার পরিদর্শনে যায় তালেবান। ছবি: সংগৃহীত

বছরের পর বছর কাবুলের কারাগারে শত শত তালেবান যোদ্ধারা বন্দি থেকেছেন। আফগানিস্তানের তৎকালীন সরকারের হাতে অত্যাচারিত হয়েছেন পূর্বাঞ্চলের কুনার প্রদেশের কুখ্যাত পোল-ই-চারখি কারাগারে। এখন তারাই গোটা দেশের শাসক। তাই বীর দর্পে নিজেদের দীর্ঘদিনের বন্দিশালাটি সোমবার (১৩ সেপ্টেম্বর) ঘুরে এলেন তালেবানের এক কমান্ডার। সাথে ছিল আরও কয়েকজন তালেবান সদস্য। খবর আল জাজিরার।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই তালেবান কমান্ডার জানান, কাবুলের এই কারাগারে দীর্ঘ এক দশক বন্দি ছিলেন তিনি। এই পুরোটা সময় তার চোখে কালো কাপড় বেঁধে রাখা হতো। চারপাশের সবকিছুই তখন নিকশ এক অন্ধকারে ঘিরে ছিল। তবে এখন আরও ভালো করে সেই স্থানটি পরিদর্শনে গেলেন এই নেতা। যে কক্ষটিতে ১০ বছর ধরে বন্দি ছিলেন এই তালবান নেতা, সেখানে গিয়েও কিছুটা সময় কাটান তিনি।

ওই সময় কয়েক’শ তালেবান যোদ্ধা বন্দি ছিল এই কারাগারে। তাবে তালেবান ক্ষমতা গ্রহণের পর শূন্য অবস্থায় পড়ে আছে সেই কারাগার। ছড়িয়ে ছিটিয়ে আছে কেবল পরিত্যক্ত কিছু জিনিসপত্র। তিনি বলেন, ওই সময়গুলোর কথা চিন্তা করলে এখনও আমার গায়ে কাঁটা দেয়। তবে মুক্ত হয়ে নির্ভয়ে ও বুক উঁচিয়ে চলতে পারছি। এই স্বাধীনতার সুখ ব্যাখ্যা করার মতো নয়।

পোল-ই-চরখি কারাগার হলো বিশ্বের অন্যতম কুখ্যাত একটি বন্দিশালা। নির্মম অত্যাচার এবং ভয়ানক মৃত্যুদণ্ডের জন্য বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম পোল-ই-চরখি। ১৯৭০-৮০’র দশকের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মদদপুষ্ট সরকারের পর এই কারাগার থেকে একাধিক গণকবর এবং টর্চার সেল আবিষ্কৃত হয়।

এদিকে, তালেবানের ক্ষমতায়ন নিয়ে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ঘুম উড়েছে। তালেবানের হাত ধরে বিশ্বে সন্ত্রাসবাদ ও মাদকের অভয়ারণ্য গড়ে ওঠা নিয়ে শঙ্কিত বিশ্ব নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply