স্বজন, রাজনীতিবিদ অথবা গণমাধ্যমকর্মীদের অতি উৎসাহ আইসিইউতে থাকা রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এমনটা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্রিটিকন এর ৩য় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সঙ্কটাপন্ন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আত্মীয়, রাজনীতিবিদ এবং গণমাধ্যম কর্মীদের আরও সতর্ক এবং দায়িত্বশীল হবার পরামর্শও দেন তিনি। অনাকাঙ্খিত ভিড় এড়াতে চিকিৎসকদের নির্দেশও দেন তিনি।
রোগীদের ভরসার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোগীদের চিকিৎসার বিষয়ে স্বজনদের ধৈর্য ধরারও আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসার বিষয়ে কোন দেশ থেকেই পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ। চিকিৎসা সেবা জনগনের কাছে পৌঁছে দেয়া চিকিৎসকদের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
চিকিৎসা সেবার মান বাড়াতে বিশিষ্ট চিকিৎসকদের বই লেখার আহবান জানান প্রধানমন্ত্রী। একই সাথে বেসরকারি মেডিকেল কলেজগুলোর লেখাপড়ার মান তদারকিরও নির্দেশ দেন তিনি।
Leave a reply