এক মাসের অস্ত্রবিরতিতে পাকিস্তান সরকার ও নিষিদ্ধ সংগঠন টিটিপি

|

ছবি: সংগৃহীত

এক মাসের জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার ও নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তিনি বলেন, টিটিপির সাথে চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতি কার্যকরে রাজি হয়েছে সরকার। পাকিস্তানের সংবিধান মেনে টিটিপির সাথে আলোচনা চলছে। আফগান প্রশাসনও আছে এই আলোচনায়। স্বস্তির বিষয় এই যে, দীর্ঘদিন পর পাকিস্তানের এ অঞ্চলটি পুরোপুরি শান্তির পথে হাঁটছে।

অপর এক বিবৃতিতে টিটিপি মুখপাত্র জানান, শান্তি আলোচনা চালিয়ে যাবেন তারা। সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে উভয় পক্ষের সদস্যদের নিয়ে। গত মাসে শুরু হয় টিটিপি ও পাক সরকারের মধ্যে শান্তি আলোচনা।

গতবছর ফ্রান্সবিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছিলেন টিএলপি নেতা সাদ রিজভি। পরে রিজভির মুক্তি ও ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে গত ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ‘লং মার্চ’ শুরু করে হাজার হাজার টিএলপি সমর্থক। বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দফায় দফায়। সংঘর্ষে এ পর্যন্ত সাত পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply