ফের বাড়লো দূষণের মাত্রা, বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস

|

ছবি: সংগৃহীত।

আবারও বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী নয়া দিল্লি। বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড বা একিউআই-এ বুধবার (১০ নভেম্বর) দিল্লির সূচক ঠেকেছে ৪৩৭-এ। এর প্রভাবে গোটা নগরী ঢেকে গেছে ধোঁয়াশায়। দিনের বেলায়ও অন্ধকারাচ্ছন্ন।

এ সমস্যার সাময়িক সমাধান হিসেবে বিভিন্ন স্থানে পানি ছিটানো হচ্ছে। এ কাজের জন্য নগরীতে মোতায়েন করা হয়েছে ১৪৪টি পানির ট্যাংকার। তবে এতে সাময়িক উপকার হলেও পানি ছিটানো আসলে কোনো কার্যকর সমাধান নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে বছরজুড়েই সাবধানতা মেনে, সামগ্রিক একটি পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের মাধ্যমেই বাড়ানো সম্ভব বায়ুর মান।

এদিকে, ভয়াবহ দূষণের প্রভাবে চোখ জ্বলা, শ্বাসকষ্টসহ নানা ধরণের শারীরিক জটিলতা বেড়েছে নগরবাসীর মধ্যে। চাপ বাড়ছে হাসপাতালগুলোতেও। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া প্রতি ১০ জন রোগীর ৭ জনই ভুগছেন ফুসফুসের সমস্যায়।

গতবছর করোনার কড়াকড়িতে দেশটিতে অনেকটাই কম ছিল দূষণের মাত্রা। বরাবরের মতোই দীপাবলির পর বেড়েছে দূষণ। এর পেছনে উৎসবে আতশবাজি পোড়ানোকেই দায়ী করছেন পরিবেশবিদরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply